অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল শিশুছাত্রীর

0
466

খবর ৭১:বগুড়ায় অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত দুই অটোরিকশার ওভারটেকিং প্রতিযোগিতার সময় রাস্তায় ছিটকে পড়ে সুরাইয়া তাসনিম প্রাপ্তি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় সঙ্গে থাকা তার মা সাবিয়া খাতুন (৩২) আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সেউজগাড়ি কাইলার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগুড়া শহরতলির ছোট বেলাইল গ্রামের বাসিন্দা ব্যাংকার ইব্রাহিম হোসেনের মেয়ে সুরাইয়া তাসনিম প্রাপ্তি শহরের জলেশ্বরীতলায় ইউনিক কিন্ডারগার্টেনে মর্নিং শিফটে প্রথম শ্রেণিতে পড়ত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ছুটির পর প্রাপ্তি তার মা সাবিয়া খাতুনের সঙ্গে অটোরিকশায় বাড়িতে ফিরছিল।

শহরের সেউজগাড়ি এলাকায় কাইলার বাজার এলাকায় পৌঁছলে দুটি অটোরিকশার চালক ওভারটেকিং প্রতিযোগিতা শুরু করে। একটি রিকশা অপরটিকে ধাক্কা দিলে প্রাপ্তি ও তার মা সাবিয়া রাস্তায় ছিটকে পড়েন।

এ সময় রিকশার এক্সেল মাথায় ঢুকে ঘটনাস্থলেই প্রাপ্তির মর্মান্তিক মৃত্যু হয়। তার মাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তবে সাবিহার কোলে থাকা শিশু অক্ষত ছিল।

রিকশা দুটি ফেলে চালকরা পালিয়ে যাওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি বলে জানান বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here