পুলিশের সামনেই টাইগার সমর্থকদের ‘পেটাল’ লংকানরা

0
448

খবর ৭১:মাহমুদউল্লাহ রিয়াদের বীরত্বে অঘোষিত ‘সেমিফাইনালে’ শ্রীলংকাকে দুই উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। নাটকীয় এ জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মাতবেন টাইগার সমর্থকরা-এটাই তো স্বাভাবিক।

তবে আনন্দ-উল্লাস করতে গিয়েই কিনা হামলার শিকার হলেন তারা। ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের লাঞ্ছিত করেছেন লংকান দর্শকরা।

তাও নিরাপত্তাকর্মীর সামনে। টাইগার সমর্থকদের অভিযোগ, পুলিশের সামনে তাদের মারধর করেছে স্থানীয় দর্শকরা। শারিরীকভাবে হেনস্তার পাশাপাশি নানাভাবে বাজে আচরণও করেছে তারা। নিরাপত্তাকর্মীরা তাতে বিন্দুমাত্র বাধা দেননি।

বাংলাদেশি সমর্থকদের দাবি, এ ঘটনায় পুলিশের সাহায্য চাইলেও পাননি তারা। এমনকি কান্নায় ভেঙে পড়লেও এগিয়ে আসেনি শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) কেউ।

তারা বলছেন, শুধু গতকালই নয়। এর আগের বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচেও স্থানীয় সমর্থকদের বাজে আচরণের শিকার হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান শোয়েব আলি বুখারি। এবার তামিম-মুশফিকদের খেলা দেখতে শ্রীলংকা গিয়েছেন তিনি। উপভোগ করেছেন সিংহ-টাইগারদের অঘোষিত ‘সেমিফাইনাল’। টানটান উত্তেজনার ম্যাচে জয়ের পর আনন্দে ফেটে পড়েন তিনি ও তার সঙ্গে থাকা সমর্থক বাহিনী। এক পর্যায়ে হামলার শিকার হন তারা।

শোয়েব বলেন, গ্যালারির যেখানে ছিলাম তা নিরাপদ নয় দেখে পুলিশের মাঝে যাই। অথচ তাদের সামনেই ধাক্কাধাক্কি করল লংকান সমর্থকরা। ধাক্কা দিয়ে ফেলে দিল, তবু পুলিশ কিছু বলল না। চেয়ে চেয়ে দেখল।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here