মা’দের ভালবাসা ও সহযোগিতা ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়

0
400

জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত ছাত্রীনিবাস উদ্ভোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক এম.নবী হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাকিব আহমেদ, চিত্র রঞ্জন দাস’র যৌথ স ালনায় প্রধান অতিথি হিসেবে বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৫ম তলা বিশিষ্ট ছাত্রীনিবাসের শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এসময় বিশেষ মেহমান হিসাবে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর মা রাবেয়া রশিদ, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল হাসান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল হাসেম, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মোক্তার হোসেন তালুকদার, আ’লীগ সহ সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, তথ্য বিষয়ক সম্পাদক মো. জহিরুল হক তালুকদার প্রমুখ। উদ্ভোধনী অনুষ্ঠান ও মা সমাবেশে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর গর্বিত মা বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন। তিনি বলেন- সকল মা তাদের সন্তানকে ভালবাসেন আর সন্তান হিসেবে মাকে ভালবাসা একান্ত কর্তব্য। মা দিবসে বলছি আমিও এমপি রতনের গর্বিত মা, সকলেই মাকে ভালবাসেন, দেশ গড়ার অঙ্গীকার করেন, নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। মানুষ হিসেবে সবাইকে ভালবাসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের জন্য কাজ করতে হবে। তাই মায়েদের ভালবাসা ও সহযোগিতা ছাড়া কারো পক্ষে সমাজ পরিবর্তন সম্ভব নয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রতন বলেন, আমাদের সরকার উন্নয়নের সরকার এ সরকারের আমলে দেশে বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়নের কথা তুলে ধরে বলেন- জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত ছাত্রীনিবাস ডিগ্রি কলেজ ছাত্রাবাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তাই নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে সবাইকে সু-শিক্ষায় আলোকিত হওয়ার আহŸান জানান তিনি। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here