সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা ১২ মার্চ

0
249

খবর৭১: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ মার্চের পরিবর্তে ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে দলটি।

শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার আমরা ঘোষণা দিয়েছিলাম ১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবে। এটি একদিন পিছিয়ে ১২ মার্চ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রিজভী বলেন, জনসভা উপলক্ষে সব প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছি। তারা এবার জনসভা করার অনুমতি দেবে বলে আমরা আশা করছি।

এর আগে দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার অনুমতি চেয়েছিল দলটি।কিন্তু পুলিশ অমর একুশে গ্রন্থমেলার কারণ দেখিয়ে তখন অনুমতি দেয়নি বলে জানান রিজভী।

২২ ফেব্রুয়ারি জনসভার অনুমতি না পেয়ে তার প্রতিবাদে বিএনপি ২৪ ফেব্রুয়ারি ঢাকায় কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালন করে।এ ছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি চার দফায় বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ ও সারা দেশে লিফলেট বিতরণের মতো কর্মসূচি পালন করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here