ফুটপাত ও যানজট পরিস্থিতি দেখতে শহর পরিদর্শন করলেন পৌর মেয়র

0
456

মিজানুর রহমান মিলন সৈয়দপুর থেকে :পরিষদের সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের সাথে নিয়ে শহরের ফুটপাত ও যানজট পরিস্থিতি দেখতে বাজার পরিদর্শন করেছেন সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান বেবি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর পরিষদের সভা শেষে বাজার পরিদর্শনে আসেন তিনি। এসময় শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. শামসুল হক সড়ক, পাঁচমাথা মোড়সহ বিভিন্ন সড়কে যান তিনি। পরিদর্শন কালে তিনি সড়কের ওপরে দোকানের মালামাল না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এছাড়া পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাতে রাখা মালামাল সরিয়ে নেয়ার আহবান জানান ব্যবসায়ীদের প্রতি। এসময় ব্যবসায়ী ও দোকানদাররা তাদের বিভিন্ন সমস্যার কথা বললে মেয়র রাফিকা আকতার তাদের কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং সকল সমস্যা সমাধানের জন্য সার্বক্ষণিক কাজ করে যাবেন বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন। মেয়র বলেন মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৈয়দপুরের উন্নয়নের স্বার্থে আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। জনগনও আমাকে মেয়র পদে নিবাচিত করেছেন সৈয়দপুরের উন্নয়ন হবে এ আশায়। তাই নেত্রীর দোয়া নিয়ে সৈয়দপুরকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান পৌর পরিষদ বদ্ধ পরিকর। এজন্য খুব শিগগির পৌর এলাকার সার্বিক উন্নয়নের জন্য তার পরিষদ বিভিন্ন জনবান্ধব কর্মসুচি গ্রহন ও বাস্তবায়ন করবে। মেয়র বলেন রাস্তাঘাট পরিস্কার রাখতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা ফেলার জন্য পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিকের মিনি ড্রাম দেয়া হবে। যাতে রাস্তাঘাটে ময়লা আবর্জনা পড়ে না থাকে।এজন্য পৌর পরিষদকে সহযোগিতা করে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার আহবান জানান সকলের প্রতি। মেয়রের বাজার পরিদর্শন কালে পৌরসভার সকল কাউন্সিলরসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here