গাইবান্ধায় মাদক মামলায় পরিবহণ শ্রমিকের মৃত্যুদণ্ড

0
263

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশের দায়েরকৃত একটি মামলায় রবিদাস নামে এক পরিবণ শ্রমিকের ১ লাখ টাকা ও মৃত্যু দন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন। দন্ডিত পরিবহণ শ্রমিক রবিদাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামের মৃত বেচু রাম দাসের ছেলে। সে গাইবান্ধা-বগুড়া নওশা পরিবহণের সুপারভাইজার হিসেবে কর্মরত থাকায় ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধা থেকে বগুড়া যাবার সময় বাসের পিঁছনের সিটের নিচে বিশেষ কায়দায় ৫টি পলিথিনের প্যাকেটের করে ৪’শ ৩০ গ্রাম ওজনের হিরোইন পাঁচরের চেষ্টা করে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল জেলার পলাশবাড়ি উপজেলায় বাসে তল্লাশী চালিয়ে হিরোইনগুলো উদ্ধার ও জড়িত থাকায় বাসের সুপারভাইজার রবিদাসকে আটক করেন। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক সাজু মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলাটির দীর্ঘ শুনানী শেষে আসামী রবি দাসের মৃত্যুদন্ড ও অর্থদন্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক। রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here