ছাতকে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

0
580
ছাতকে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এর আগে বৃক্ষমেলা উপলক্ষে বের করা হয় এক বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান

অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, অদুদ আলম, মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুয়েব মাহমুদ, আলা উদ্দিন, এনামুল ইসলাম, মশিউর রহমানসহ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জিন সাজ্জাদুর রহমান। ছাতক উপজেলা পরিষদ চত্ত্বরে ছয় দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করে। মেলা চলবে আগামী ২৩সেপ্টেম্বর পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here