সোনাইমুড়িতে জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, আহত ৪

0
867
সোনাইমুড়িতে জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা

খবর৭১ঃ

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরের দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগরের বাগপাচরা গ্রামে মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও তার স্ত্রী তাহেরা বেগমসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল হোসেন জানান, গত কিছুদিন আগে তারা বাড়িতে এসেছেন। বর্তমানে বাড়িতে ঘর নির্মাণ করার চেষ্টা করছেন। এর মধ্যে দুপুরের দিকে একই গ্রামের সাহাবউদ্দি, মিজান ও নাসিরের নেতৃত্বে ৮-১০ জন জোরদার জোরপূর্বক তাদের জায়গায় ঘর নির্মাণের চেষ্টা করে। বাধা দিলে হামলা চালিয়ে তাদেরকে মারধর করে ও পিটিয়ে আহত করে। ঘটনাটি সোনাইমুড়ি থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, বিষয়টি তারা শুনেছেন। আহতদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here