রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

0
338

খবর৭১ঃরোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা হবে আজ। বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে মিয়ানমারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে নেপিদোয় আলোচনায় বসবে দুই দেশ।

উভয় দেশের মধ্যে এ আলোচনা নতুন করে বিশ্বাস সৃষ্টি করবে বলে মনে করছে বাংলাদেশ। এর আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে উভয় দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছিল। আজকের বৈঠকে মিয়ানমারের রাখাইন স্টেটে রোহিঙ্গা প্রতিনিধিদের পরিদর্শনের সুযোগ করে দেয়ার প্রস্তাব দেয়া হবে। তারা পরিদর্শন করে সেখানকার পরিবেশ সম্পর্কে অবহিত হবে।

সম্প্রতি ইউএন সেক্রেটারি মার্ক লোকক বাংলাদেশের রোহিঙ্গা এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, মিয়ানমার রোহিঙ্গা ফেরত নেয়ার ব্যাপারে বিশ্বাস সৃষ্টি করতে পারেনি। বাংলাদেশ ডেলিগেশনের প্রধান মাহবুব উজ জামানের নেতৃত্বে প্রতিনিধি দল ইতিমধ্যে মিয়ানমারে অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here