তারেক রহমানের সিদ্ধান্ত ও নির্দেশেই শপথ নিয়েছি: হারুনুর

0
300

খবর৭১ঃ একাদশ জাতীয় সংসদে শপথ নেয়ার পর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির নির্বাচিত সাংসদ হারুনুর রশীদ বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে ও নির্দেশেই আমরা শপথ নিয়েছি। মহান সংসদে দাঁড়িয়ে দলীয় চেয়ারম্যান ও তিনবারের প্রধানমন্ত্রী কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তির দাবি তুলতে চাই আমরা।’

সোমবার (২৯ এপ্রিল) বিকেল পৌনে ৬টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ গ্রহণের পর উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হারুন বলেন, ‘যে ৬ জন নির্বাচিত ছিলাম তার মধ্যে ৫ জন দলীয় সিদ্ধান্তে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শপথ নিলাম।’

তিনি বলেন, ‘এই সংসদকে বৈধতা দেয়ার জন্য সংসদে শপথ নিতে আসি নাই। অনেকেই মনে করতে পারেন বৈধতার দেয়ার জন্য সংসদে এসেছি, তা নয়। দেশে আইনের শাসন, সুশাসন নেই। দেশে অরাজকতা চলছে এই কথাগুলো সারা বাংলাদেশের মানুষের। এই অবস্থা জানানোর জন্য সংসদে এসেছি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন শপথ নিলেন না- সাংবাদিকদের এমন প্রশ্নে হারুনুর রশীদ বলেন, ‘মহাসচিব কি কারণে আসেননি তা আমার বিষয় নয়। মহাসচিবকে আপনারা (সাংবাদিক) জিজ্ঞেস করতে পারেন। উনি উত্তর দিতে পারবেন।’

নিজের শপথ গ্রহণ প্রসঙ্গে বিএনপির এই সাংসদ বলেন, ‘দেশের চলমান সংকট, ভোটচুরির মাধ্যমে সংসদ গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেয়া নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে সত্য কথাগুলো বলতেই আমি শপথ নিয়েছি।’

তিনি বলেন, ‘চুরি করে ভোটে আসার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। এটিকে ঠিক করার দায়িত্ব বর্তমান সরকারেরই। কীভাবে সরকার এটিকে ঠিক করবে, কীভাবে জনগণের দ্বারা সরকার গঠন করা যায়- তা সম্পূর্ণ সরকারের দায়িত্ব। এই বিষয়গুলো সংসদে বলার জন্য সংসদে এসেছি।’

বেগম জিয়ার সাজা ও সুচিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশেষ করে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে। ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। সরকারের হস্তক্ষেপের কারণে তিনি উচ্চ আদালত থেকে জামিন পাচ্ছেন না। অথচ বাংলাদেশে ফাঁসির আসামি, মাদক আসামিসহ জঘন্যতম আসামি জামিন পায়। আমরা প্রত্যাশা করবো যত দ্রুত সম্ভব সরকার তাকে জামিনে মুক্ত করবেন। তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন।’

শপথ নেয়ায় জাহিদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা প্রসঙ্গে হারুন বলেন, ‘জাহিদ সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আজ ক্ষমা চেয়েছেন। বলেছেন, তিনি ভুল করে ফেলেছেন এবং অপেক্ষা করা দরকার ছিল। দল বিবেচনা করবে। উনি লিখিতভাবে ক্ষমা চাইতে পারেন।’

শপথ গ্রহণের সময় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও জাহিদুর রহমান এমপি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here