ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি

0
318

খবর৭১ঃ এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়া মানুষকে উদ্ধারের সময় গুরুতর আহত ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

সোমবার (৮ এপ্রিল) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ফায়ারম্যান সোহেল রানা মানবসেবায় আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকেবে।
সোহেল রানার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।
এদিকে ময়নাতদন্ত শেষে যত দ্রুত সম্ভব সোহেল রানার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। সেক্ষেত্রে আজ দুপুর তিনটার একটি ফ্লাইটে তাকে আনার চেষ্টা করা হবে। সেটা সম্ভব না হলে রাত ১টার ফ্লাইটে আনা হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় আহত ফায়ারম্যান সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৫ এপ্রিল, শুক্রবার সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here