বঙ্গবাজার মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

0
394

খবর ৭১ঃ অগ্নি নিরাপত্তার দিক থেকে বঙ্গবাজার মার্কেটকে খুবই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। সোমবার এই ঘোষণা দৃশ্যমান করার জন্য সংস্থাটির পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক করতে মার্কেটটিতে ব্যানার টাঙিয়ে দেয়া হয়েছে।

ব্যানারে লেখা রয়েছে, ‘অগ্নি নিরাপত্তার দিক থেকে বঙ্গবাজার কমপ্লেক্স খুবই ঝুঁকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানিয়েছেন, ‘বঙ্গবাজার মার্কেট দিয়ে সতর্কীকরণ এ কার্যক্রম শুরু করা হলো। আমাদের পরিচালিত জরিপে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত এবং এখনো ঝুঁকি নিরসনের উদ্যোগ না নেয়া সকল মার্কেট, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, শিল্প প্রতিষ্ঠানসহ সকল স্থাপনায় এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি জানান, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাকে ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এ কারণে জীবনের ঝুঁকি রয়েছে এমন সকল স্থাপনায় এই কার্যক্রম চালু থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here