সুকুমল কুমার প্রামানিক রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ভোটার হব ভোট দেব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় ভোটার দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মো: মাকছুদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা মো: রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইসমাইল হোসেন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ