অবৈধভাবে কর্পোরেট সিম বিতরণের অভিযোগে গ্রামীণফোনের কর্মকর্তাসহ আটক ২

0
430

খবর৭১:বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে কর্পোরেট সিম বিতরণের অভিযোগে গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস সেলস) সৈয়দ তানভীরুর রহমান ও পরিবেশক তৌফিক হোসেন খান পলাশকে আটক করেছে র‌্যাব।

রবিবার (৭ অক্টোবর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান  এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সিমও জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, বিভিন্ন কোম্পানির নামে কর্পোরেট সিম ইস্যু করে তা বাইরে বিক্রি করছিল একটি চক্র। সম্প্রতি একটি নাম্বার থেকে কল করে এক বিদেশি নাগরিকের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। সেই তদন্তের সূত্র ধরে এ চক্রটি শনাক্ত করে সৈয়দ তানভীরুর ও তৌফিককে আটক করা হয়।

রবিবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজান।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here