আনন্দবাজার পত্রিকায় তামিমের প্রশংসা

0
305

খবর৭১:শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে লাকমলের বলে বাঁহাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। হাসপাতালে স্ক্যান করানো হলে জানা যায় হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে।

জানা গেল তামিমের এশিয়া কাপই শেষ। তবে সবাইকে অবাক করে দিয়ে ইনিংসের শেষ দিকে আবারও মাঠে নামেন বাংলাদেশের এই ওপেনার। এক হাতে ব্যান্ডেজ; এক হাতে ব্যাট! দশম উইকেটে মুশফিকের সঙ্গে গড়েন ৩২ রানের জুটি।

দলের প্রয়োজনে নিজেকে উড়ার করে দেয়ার এমন নজির সৃষ্টি করায় তামিমের প্রশংসায় পঞ্চমুখ ‘আনন্দবাজার পত্রিকা’। ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী এই গণমাধ্যম খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। আর তাদের ফেসবুক পেজে এটি প্রকাশের পর হয়েছে ভাইরাল।

‘তামিমের এক হাতে ব্যাটিংকে দৃষ্টান্ত বলছে ক্রিকেট মহল’ শিরোনামে করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক হাতে তামিমের ব্যাটিং ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।

বলা হয়, সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য নজির তৈরি করলেন তিনি। শেষ উইকেটে শতরানকারী মুশফিকুরের সঙ্গে তার ৩২ রানের বাংলাদেশকে আড়াইশোর ওপারে পৌঁছেও দেয়। এবং বাংলাদেশ জিতেই শুরু করে এশিয়া কাপে অভিযান।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here