দুপচাঁচিয়ার চামরুলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
313

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নবাসীর আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চামরুল আজিম উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও এসআই আব্দুস সালাম এর পরিচালনায় ওডেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(পশ্চিম) মো. মোকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ মো. আব্দুল খালেক, আলহাজ্ব মেহেরুল ইসলাম, আলহাজ্ব শাহজাহান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, চামরুল ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, চামরুল আজিম উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামছুজ্জোহা দুদু, প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা পরিবহন কমিউনিটি পুলিশিং কমিটির সহসভাপতি আশরাফ আলী প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here