যানজট নিরসনে বেনাপোল স্থলবন্দরে মতবিনিময় সভা

0
648

জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবদর বেনাপোলে যানজট নিরসনে বৃহস্প্রতিবার বিকাল পৌনে ৪টার সময় স্থলবন্দর সভাকক্ষে পোর্টথানা বেনাপোলের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

প্রধান অতিথী হিসেবে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি বলেন এই বন্দর কে গতিশীল করার লক্ষ্যে সরকারের বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। যানজট নিরসনে ২৫ একর জমি অধিগ্রহন করা হচ্ছে। বড়আঁচড়ার মোড়ে সড়ক ৬ লেনে ও ছোট আঁচড়া মোড়ে ৪ লেনে উন্নতি করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে৷

অনুষ্ঠান পরিচালনাকারী বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, ভারতীয় ট্রাকের ড্রাইভার গুলো যত্রতত্র ভাবে ট্রাক পার্কিং করে আবার ঐপাড়ে ভারতে চলে যায়, পরে তাকে আর সহজে খুঁজে না পাওয়ার কারনে যানজটের সৃষ্টি হয়।

যৌথবাহিনীর চেকপোস্ট বাঁশকলের ওখানে ট্রাকের দীর্ঘ লাইনের জন্য তীব্র যানজেটের কথা উল্লেখ করেন। তিনি বলেন এ বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রী অবহিত আছেন। আশা করি সুষ্ঠ সমাধান হয়ে যাবে।

সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন যানজট নিরসনে কয়েকটি মুল্যবান দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন সরকারের কোন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যখন বেনাপোলে আসেন তখন সড়কে কোন যানজট দেখা যায় না ,ওই কর্মকর্তারা বন্দর ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আবার তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ।তিনি বলেন ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সম্পৃক্ত থাকতে এবং তা প্রয়োগ করতে হবে৷

আইল্যান্ডের মাঝে অতিরিক্ত ইউটার্ন বন্ধ করতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। তিনি এ ব্যাপারে পৌর মেয়র এর হস্তক্ষেপ কামনা করেন৷

এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য জাহিদুল ইসলাম ,বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশু, ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আতিক উজজামান সনি ,শামীম এন্টারপ্রাইজ এর পরিচালনাকারী সাংবাদিক আজিবার রহমান, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষীসহ সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন পরিবহন সংস্থার পরিচালনাকারী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here