৩ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী ফেল

0
368

খবর৭১ঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৮২.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। তবে এবার ১০ বোর্ডের মধ্যে ফেল করেছে ৩ লাখ ৭৮ হাজার ৬৫০ জন শিক্ষার্থী।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রীর হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ফলাফলের কিছু অংশ তুলে ধরেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী এবং ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র। মোট পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।

শুধু আটটি সাধারণ শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ জন। এর মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩ হাজার ১৫৭ জন। ফেল করেছে ২ লাখ ৯১ হাজার ৪৯৫ জন।

এর মধ্যে ঢাকা বোর্ডে ১ লাখ ১১ হাজার ৭৪২ জন, রাজশাহী বোর্ডে ১৭ হাজার ৫৩ জন, কুমিল্লা বোর্ডে ২৪ হাজার ৮১৭ জন, যশোর বোর্ডে ১৬ হাজার ৬২২ জন, চট্টগ্রাম বোর্ডে ৩২ হাজার ৭৫৫ জন, বরিশাল বোর্ডে ২৪ হাজার ৮৬ জন, সিলেট বোর্ডে ৩৩ হাজার ৯ জন এবং দিনাজপুর বোর্ডে ৩১ হাজার ৪১১ জন পরীক্ষার্থী ফেল করেছে।

এ ছাড়া মাদরাসা বোর্ডে ফেল করেছে ৫২ হাজার ৭০ জন শিক্ষার্থী এবং কারিগরি বোর্ডে ফেল করেছে ৩৫ হাজার ৮৫ জন শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here