২৬ মার্চ থেকে ট্রেন বন্ধ

0
435
২৬ মার্চ থেকে ট্রেন বন্ধ
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আজ মঙ্গলবার থেকে রেলওয়ের সব লোকাল মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম তথ্য জানান

শরীফ আলম জানান, ২৬ মার্চ থেকে সব ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। এখনও অফিস আদেশ হয়নি। বে আদেশ বে লে আমাকে জানিয়েছেন ট্রাফিক ডিরেক্টর। মঙ্গলবার থেকে লোকাল মেইল ট্রেন বন্ধ করা হয়েছে

রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, ‘আগামী ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস প্রাণঘাতি হয়ে উঠেছে। আমরা ধীরে ধীরে সবগুলো ট্রেন বন্ধ করে দেবো। প্রাথমিকভাবে সব লোকাল মেইল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে সব লোকাল ট্রেন বন্ধ থাকবে। ভাইরাসটি যাতে সব অঞ্চলে ছড়িয়ে না পড়তে পারে সে কারণে আমরা ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।

তিনি জানান, আগামী ২৬ মার্চ থেকে সাধারণ সরকারি ছুটি শুরু হওয়ায় ওই দিন থেকে ট্রেনের যাত্রী সংখ্যা বেড়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here