হবিগঞ্জে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ৪ ইউনিয়নের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

0
287

খবর ৭১: ১০ দিনের মধ্যে সসম্মানে অবৈধ বালু উত্তোলনকারীদের যন্ত্রপাতি নদী থেকে উঠিয়ে নেয়ার আহ্বান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিলেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক
মঈনুল হাসান রতন,হবিগঞ্জ প্রতিনিধি ॥ খোয়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মাছুলিয়া ব্রিজ এলাকায় হবিগঞ্জ সদর উপজেলার ৪ ইউনিয়নের এক প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ আনু মিয়া, ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, সাবেক মেম্বার আনছব আলী, বিশিষ্ট মুরুব্বি সিরাজ চৌধুরী, ইউপি সদস্য কোরবান আলী লিটন, আক্তার মিয়া, মোঃ বাবর আলী, মোস্তফা মিয়া, মোঃ ফেরা মিয়া, মোঃ রফিক মিয়া, বিশিষ্ট মুরুব্বি হাজী আইয়ুব আলী, অ্যাডভোকেট সামসুল হক, বিশিষ্ট মুরুব্বি মোঃ তাহির মিয়া, আব্দুল হেকিম, মোঃ শাহ আলম, কাজল মিয়া, হায়দর মিয়া, মোঃ রমিজ আলী, মোঃ নাসির উদ্দিন, ছায়েদ আলী, নানু মিয়া, বারিক মিয়া, মোঃ জনাব আলী, রফিক মিয়া প্রমূখ।সভাপতির বক্তব্যে সৈয়দ আহমদুল হক বলেন, মশাজান ব্রীজ থেকে মাছুলিয়া ব্রীজ ও রামপুর-গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। যদি কেউ গায়ের জোরে অবৈধভাবে বালু উত্তোলন করতে চায় তাহলে তা প্রতিহত করার আহ্বান জানান। তিনি জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সহ সরকারী কর্মকর্তাগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারী কর্মকর্তারা কারো তাবেদারী করে না। প্রশাসন জনস্বার্থে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই আমরা বাঁধ ভাঙ্গা থেকে রক্ষা পেয়েছি। সৈয়দ আহমদুল হক আগামী ১০ দিনের মধ্যে সসম্মানে অবৈধ বালু উত্তোলনকারীদের যন্ত্রপাতি নদী থেকে উঠিয়ে নেয়ার আহ্বান জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here