সোনারগাঁওয়ে জেএসসি পরিক্ষায় অকৃতকার্য করায় পরিক্ষার্থীর আত্মহত্যা

0
415

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জেএসসি পরিক্ষা অকৃতকার্য করায় আরিফা আক্তার (১৪) নামের এক পরিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বিকালে পরিক্ষার ফল প্রকাশের পর ক্ষোভে সে আত্মহত্যা করে। এ ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
নিহত পরিক্ষার্থী আরিফা আক্তার জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
জানাগেছে, শনিবার ২টায় সময় সারা দেশের ন্যায় সোনারগাঁওয়ে জেএসসি ও জেডিসি পরিক্ষার ফল প্রকাশ করা হয়। উপজেলার মহজমপুর উচ্চ বিদ্যালয়েও দুপুর ৩টার দিকে পরিক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর আরিফা আক্তার ফেল করেছে বলে জানায় তার সহপাঠিরা। এ খবর পেয়ে সে নিজেও স্কুলে গিয়ে কৃতকার্যে তালিকা তার নাম না দেখে ক্ষোভে বাড়িতে এসে ঘরের আড়ার সাথে দড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিকাল বেলা তার মা তাকে ডাকতে গেলে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখে আরিফা ঘরের আড়ার সাথে ঝুলে আছে। খবর পেয়ে আশপাশের লোকজন দড়ি কেটে তাকে উদ্ধার করার আগেই সে মারা যায়। এ ঘটনায় আরিফার পরিবারের ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জহিরুল ইসলাম মৃধা।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here