সৈয়দপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

0
499

মিজানুর রহমান মিলন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রস্তুুতিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার রাতে ওই সভা অনুষ্ঠিত হয়। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাব (জিআরপি) মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়।
সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা ।
এতে সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. আজম আলী সরকার।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম সরকার, আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. রশিদুল ইসলাম বাবু, সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাদেকুজ্জামান মানিক ও সাংগঠনিক সম্পাদক মো. সৌরভ আলী, সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু, পৌর ছাত্র লীগের সভাপতি মো. সিফাত সরকার প্রমূখ।
গোটা আলোচনা সভাটি স ালনায় ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম রয়েল।
সভার উদ্বোধন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা বলেন,বতর্মান আওয়ামী লীগের সরকারের আমলে দেশে সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে, বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন। জননেত্রী শেখ হাসিনা আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন বলেই আজ দেশের এতো উন্নয়ন। আর তাই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড দেশের জনগণের কাছে তুলে ধরতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন খুব শিগগিরই ২০১৮ সালের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হবে। নির্বাচনে নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমরা তার হয়ে দলের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবো। দলের প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠন হিসেবে আমাদের নেতাকর্মীদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। আর তাই নির্বাচনের আগে থেকে আমাদের নির্বাচনী মাঠে নামতে হবে, দলের জন্য কাজ করতে হবে। সাধারণ মানুষকে বর্তমান সরকারের উন্নয়নের কথাগুলো বলতে হবে। মানুষকে জানাতে হবে সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশ উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে পড়বে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here