সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করব —-ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

0
364

 

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) শূণ্যাসনের আসন্ন ১৩ই মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষতার ক্ষেত্রে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালনের আশাবাদ কামনা করছেন জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী, জাপা চেয়ারম্যান- সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।
শুক্রবাবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরো বলেন- বর্তমানে দেশে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। কিন্তু, সুন্দরগঞ্জবাসী হিসেবে আমরা আজও পিঁছিয়ে রয়েছি। এই পিঁছিয়ে পড়া থেকে আমাদেরকে সামনের দিকে এগুতে হবে। একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষা, চিকিৎসা সেবা, যথাযথ আইনের শাসন ব্যবস্থাসহ যে কোন বিষয়ে দ্বিধা-বিভক্তি বা ভেদাভেদ উপেক্ষা করে সুন্দরগঞ্জকে সুন্দররূপে সাঁজানো হবে। এসময় তিনি বলেন- বর্তমান সরকার সাংবাদিকদের পূর্ণস্বাধীনতা দিয়েছে। তাই, সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অন্যায় রোধে এবং এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্ববহ। আসন্ন ১৩ই মার্চ এই সুন্দরগঞ্জ শূণ্যাসনের উপ-নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষতার ভিত্তিতে সুন্দর হয়; সে লক্ষ্য সাংবাদিকদের ভুমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে তিনি বলেন, “আমি সুন্দরগঞ্জবাসীর সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। নির্বাচিত হবার পর এলাকাতেই থাকব। কোন দ্বিধা- বিভক্তিতে বিশ্বস করি না- করবও না। সুন্দরগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়ন মূলক কাজ করে যাব”। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক- আব্দুল মান্নান মন্ডল, জাপা নেতা ও রামজীবন ইউপি’র সাবেক চেয়ারম্যান- এটিএম এনামূল হক মন্টু, সোনারায় ইউপি’র সাবেক চেয়ারম্যান- আনছার আলী সরদারসহ উপজেলা জাপা ও তার অন্যান্য অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here