সাকিবের বিশ্ব রেকর্ড, ছাড়িয়ে গেলেন আফ্রিদিকে

0
346

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ বলে ১৬টি চারের সাহায্যে ১২৪ রানের ঝকঝকে ইনিংস খেলার মধ্য দিয়ে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন সাকিব আল হাসান। এই রান করার পথে ওয়ানডে ক্যারিয়ারে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

ওয়ানডে ক্রিকেটে আগেই আড়াইশ উইকেট পূণর করেছেন সাকিব। সোমবার একদিনের ক্রিকেটে ২০২ ম্যাচে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছান। আর এই মাইলফলক স্পর্শ করার মধ্য দিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে যান সাকিব।

ওয়ানডে ক্রিকেটে এর আগে দ্রুততম (২৯৪ ম্যাচে) ৬০০০ রান ও ২৫০ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সোমবার ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করার মধ্য দিয়ে আফ্রিদিকে ছাড়িয়ে দ্রুততম ২০২ ম্যাচে এই রেকর্ডের মালিক হন সাকিব।

ওয়ানডে ক্রিকেটে সাকিবের বর্তমান রান ৬ হাজার ১০১। বল হাতে শিকার করেন ২৫৪ উইকেট।

শুধু তাই নয়, বিশ্বকাপে মাত্র ২৫ ম্যাচ খেলে ৯২৪ রান সংগ্রহ করেছেন সাকিব। আর এই রান করার পথে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দেশের কিংবদন্তি ক্রিকেটারদের ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পাকিস্তানের সাঈদ আনোয়ার ২১ ম্যাচে বিশ্বকাপে ৯১৫ রান করেন। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২০ ম্যাচে ৯০৭ রান করেন। ইংল্যান্ডের গ্রাহাম গুচ ২১ ম্যাচে ৮৯৭ রান করেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ২৫ ম্যাচে ৮৮৮ রান করেছেন। ভারতের রাহুল দ্রাবিড় ২২ ম্যাচে ৮৬০ রান, বীরেন্দ্রর শেহবাগ ২২ ম্যাচে ৮৪৩ রান, এছাড়া আজহার উদ্দিন ৩০ ম্যাচে ৮২৬ রান করেন। তাদের প্রত্যেককে সোমবার ছাড়িয়ে যান সাকিব।

তবে বিশ্বকাপের ইতিহাসে ৪৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ২ হাজার ২৭৮ রান করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে সর্বোচ্চ ৪৬ ম্যাচ খেলে ১ হাজার ৭৪৩ রান করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩৭ ম্যাচ খেলে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৫৩২ রান করেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here