শায়েস্তাগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ইকবাল, ইমরান, মুক্তার জয়

0
379

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি, খবর ৭১ঃ

হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল ১৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল পেয়েছেন ৮হাজার ৮৮৮ ভোট।

আর ঘোড়া প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আ’লীগ বিদ্রোহী) আলী আহমদ খান (ঘোড়া) পেয়েছেন ২হাজার ৩৬৮ ভোট।মঙ্গলবার (১৮ জুন) রাত ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।তিনি জানান- ভাইস চেয়ারম্যান (পুরুষ) গাজিউর রহমান ইমরান (মাইক) ১০ হাজার ৬৪৭ ভোট পেয়েছে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুল আলম দিপন (টিউবওয়েল) পেয়েছেন ৬ হাজার ৫৩৮ ভোট।

সৈয়দ তানভীর আহমেদ জুয়েল (চশমা) প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৩১৯, মোঃ সফিক মিয়া সরদার (তালা) প্রতীকে ভোট পেয়েছেন ৫০৩০ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে কন্ঠশিল্পী মুক্তা আক্তার (পদ্মফুল) ৮হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী সাবেরা সুলতানা হেপী (কলম) পেয়েছেন ৭হাজার ৬৯২।

মমতাজ বেগম ডলি (প্রজাপতি) প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৬৯৩ ভোট, রুবিনা আক্তার (ফুটবল) প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ২২ ভোট, পারভীন আক্তার (হাস) প্রতীকে ভোট পেয়েছেন ১হাজার ২৩৩ ভোট।শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিছুর রহমান জানান- দু’একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা হলেও ভোট গ্রহণের কোনোও অসুবিধা হয়নি। তাছাড়া নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here