বেসিক ব্যাংক সৈয়দপুর শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

0
578

মিজানুর রহমান মিলন ,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখা নীলফামারী এর উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচির আওতায় কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৮ অক্টোবর) বিকেলে শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) ব্যাংকের সৈয়দপুর শাখা কার্যালয়ে ওই ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর কৃষি সম্প্রসারণ অফিসার মমতা সাহা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর শহরের বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু।
ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বেসিক ব্যাংক লিমিটেডের সৈয়দপুর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল কুদ্দুস  সরকার ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৮ নম্বর সাইতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকারম হোসেন শাহ,ব্যাংকের ঋণ গ্রহীতা কৃষক আলী হায়াৎ মো. নুরুল ইসলাম, মাসুদুর রহমান লেলিন প্রমুখ।
অনুষ্ঠানে বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার অপারেশন ম্যানেজার মো. মোস্তাক মামুন, শাখা কৃষি কর্মকর্তা মো. রায়হানুল কবির, ঋণ গ্রহীতা কৃষক ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ  উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্যাংকের কর্মকর্তা মো. সাজেদুজ্জামান।
শেষে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অফিসার মমতা সাহা ও বিশেষ অতিথি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু ঋণ গ্রহীতা সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের কৃষক আলী হায়াৎ মো. নুরুল ইসলামের হাতে ৯০ হাজার টাকার কৃষি ঋণের মঞ্জুরীপত্র তুলে দিয়ে ঋণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
ওই অনুষ্ঠানে ১১ জন কৃষকের মাঝে ৯ লাখ ৮০ হাজার টাকার কৃষি ঋণের মঞ্জুরীপত্র তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ঋণ গৃহীতদের মধ্যে সর্বনিম্ন ৬০ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণের মঞ্জুরীপত্র বিতরণ করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here