বাংলাদেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে যুক্তরাষ্ট্র

0
242

খবর ৭১: মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকারও এমন একটি নির্বাচন করতে চায় বলে মনে করেন তিনি। আজ সকালে পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশন ও নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন বার্নিকাট। তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ অধিবেশন ও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতির পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকটকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here