পাগলীর পিতৃহীন সন্তান পেল নতুন পরিবার

0
274

খবর ৭১:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এর মধ্যে কারও পৈশাচিকতার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এরপর প্রসববেদনা উঠলে বোরবার রাতে স্থানীয়রা তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করে। সোমবার সকাল ৭টায় তিনি এক ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেন।

এমন সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক মা ও নবজাতকের সার্বিক দায়িত্ব নেন। পরিচয়হীন মানসিক প্রতিবন্ধীর পিতৃহীন উপজেলার শাহবাজপুরের একটি পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।

ইউএনও শফিকুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী নারী ও তার নবজাতকের জন্য আপতত উপজেলার শাহবাজপুর ইউনিয়নে একটি পরিবারকে দায়িত্ব দেয়া হয়েছে। শিশু ও মায়ের সার্বিক খরচ আমি বহন করব। তাছাড়া আগামী কিছুদিনের মধ্যে একটু জমিতে তাদের জন্য স্থায়ী ঘর নির্মাণ করে দেব।

তিনি জানান, স্বাধীনতার মাসে জন্ম নেয়ার জন্য নবজাতকের নাম ‘মুক্তি’ রাখা হয়েছে এবং শিগগির তার আকিকা অনুষ্ঠান করা হবে।

বাচ্চার মা ও বাচ্চাটি সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক।

খবর ৭১/ ই:
 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here