নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস’র শোভাযাত্রায় ডিসি ও এসপি

0
234

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বুধবার (১১ জুলাই) দিবসটি পালন উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে,সকালে প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. শামসুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, পিপিএম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ নড়াইল জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here