নড়াইলে“শ্রী শ্রী দশ অবতর ও মঁনষা মন্দির”উদ্বোধনে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা

0
262

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে “শ্রী শ্রী দশ অবতর ও মঁনষা মন্দির” উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা। নড়াইলের ইতনা ইউনিয়নরে দৌলতপুর গ্রামে সমেন সাহার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত মন্দিরের ফলক উন্মোচনের মাধ্যমে এ মন্দির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে তিনি মন্দির ঘুরে দেখেন। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান,‘সুসময়ে ও দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় সেনারা একসাথে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্যে রক্ত দিয়েছিল। আর ঔটাই ছিল ভারতীয়দের জন্যে মহান গর্বের মুহূর্ত। এ সময় তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা সবাই আমাদের উৎসবগুলো এক সাথে পালন করি। এই পূজা আমাদের জন্য ভারত বাংলাদেশের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্থ আনন্দ বয়ে আনুক। ভারত বাংলাদেশের সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য হোক। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ভীত বপন করেছিল। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই সম্পর্ক আরো অটুট’। তিনি আরো বলেন, আপনাদের সোনার বাংলা গড়ার স্বপ্ন আমাদেরও স্বপ্ন। আমরা অবশ্যই শান্তি ও সম্প্রীতিতে ভারত প্রতিবেশী দেশ হিসেবে সব সময় একে অন্যের পাশে থাকবো। বর্তমানে ভারত ও বাংলাদেশ একটি উন্নয়নের দেশগুলির মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। আমরা বাংলাদেশের এই অর্জনে গর্বিত। রবিবার (৭ অক্টোর) রাত সাড়ে ৮টায় লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নরে দৌলতপুর গ্রামে মন্দির উদ্বোধনকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা এসব কথা বলেন। পরে মন্দির প্রাঙ্গনে “শ্রী শ্রী দশ অবতর ও মঁনষা মন্দির” এর সভাপতি অসিত কুমার সাহা’র সভাপতিত্বে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, ভারতীয় জনতার পার্টি (বিজেপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিধান সভার সদস্য অরুণ হালদার, মহিলা সংরক্ষিত আসনের এমপি রোকসানা ইয়াসমিন ছুটি, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ইসকন খুলনার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. তপচৈতন্য দাস ব্রক্ষ্মচারী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নড়াইল রামকৃ মিশনের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, হিন্দু বৌধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক প্রিয়া সাহা, “শ্রী শ্রী দশ অবতর ও মঁনষা মন্দির”এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী সমেন সাহা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসনে বিশ্বাস, লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, গণমাধ্যমকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল,“শ্রী শ্রী দশ অবতর ও মঁনষা মন্দির” এর সাধারণ সম্পাদক বিজন কুমার সাহা, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, ইতনা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান টগর, মল্লিকুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, ভারতীয় সরকারের আর্থিক সহযোগিতায় দৌলতপুর গ্রামের তরুন শিল্পপতি সৌমেন কুমার সাহার বাড়িতে এই মন্দিরটি নির্মিত হয়েছে। নির্মাণে সময় লেগেছে দুই বছর।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here