নির্বাচনে সব মিলিয়ে ৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে:ইসি সচিব

0
669

খবর৭১:ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির (উত্তর ও দক্ষিণ) সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে নির্বাচনে সব মিলিয়ে ৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে। তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, ‘শুধু ঢাকায় নয়, পটুয়াখালী ও আমতলী পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। সেখানেও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’ তিনি জানান, ঢাকাসহ কোথাও কোনও কেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি।
ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকার বিষয়ে তিনি বলেন, ‘মেয়র পদে উপ-নির্বাচনে বড় কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে যেসব কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট হয়েছে সেখানে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here