জাপানের বিশ্ববিদ্যালয়ের আদলে ল্যবরেটরি প্রতিষ্ঠা করা হবেঃ নোবিপ্রবি ভিসি

0
205

ছাফওয়ান নাঈমঃ
নোয়াখালী বিভাগ দিয়ে নোবিপ্রবিকে মানুষ চিনবেনা। বিশ্ববিদ্যালয় নোয়াখালীর নয়, বিশ্ববিদ্যালয় দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্য একটি। শুধু দেশের মানুষ নয় পৃথিবীর মানুষ নোবিপ্রবির মাধ্যমে নোয়াখালীকে চিনবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্দ্যোগে আয়োজিত ওইকোনোমিয়া ফেস্ট এবং ফেয়ারওয়েল অনুষ্ঠানে এই মত ব্যক্ত করেন।

প্রধান অতিথি আরো বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নতির অগ্রশিখরে পৌছার জন্য লড়াই করে যেতে হবে।দেশকে নিয়ে ভাবতে হবে। দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়কে জাপানের নাগাসাকির বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে গঠন করার প্রতি জোর দিবেন বলেও মতামত ব্যক্ত করেন। অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীর বক্তৃতায় উল্লেখিত ল্যাব প্রতিষ্ঠার দাবির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দেশের সেরা ল্যাবরেটরি ভবন প্রতিষ্ঠা করবেন বলেও আশ্বাস দেন। তিনি অর্থনীতি বিভাগকে রয়্যাল বিভাগ হিসেবে ঘোষনা দেন।

বৃহষ্পতিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ২য় ব্যাচের বিদায় এবং ওইকনোমিয়া ফেস্ট উপলক্ষ্যে হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে নোবিপ্রবি অর্থনীতি বিভাগ তৃতীয় ব্যাচ এর আয়োজন করে।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোকাম্মেল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়্যদ আতিকুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক।

সমাজ বিজ্ঞান বিভাগের ডীন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বক্তৃতার শেষে শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আহবান জানান।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বিদায়ী বক্তব্য রাখেন ২য় ব্যাচের শিক্ষার্থী আকতার হোসাইন, রিফাত ফারিয়া মম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৩য় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ হারুন।এসময় বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,অনুষ্ঠানে উপাচার্য ২য় ব্যাচের গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হওয়া ৬ষ্ঠ ব্যাচ এবং রানার্সআপ ৫ম ব্যাচের হাতে ট্রফি তুলে দেন এবং উপাচার্য, ডীন এবং বিভাগের চেয়ারম্যানকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here