ছাতকে কৃতি শিক্ষার্থীদের মাঝে আব্দুল কদ্দুছ ওয়েল ফেয়ার ট্রাষ্টের মেধা বৃত্তি প্রদান

0
226

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আব্দুল কদ্দুছ ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে শহরের তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার ১৫ জন শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক মেধাবৃত্তির চেক ও সনদপত্র তুলে দেয়া হয়। তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান মানিকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক দুলন তরফদারের পরিচালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তাফা আহসান হাবিব, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ডাঃ আফসার উদ্দিন, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, শিক্ষানুরাগী সামছুদ্দিন মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহরের তাতিকোনা গ্রামের শিক্ষানুরাগী মৃত আব্দুল কদ্দুছের পুত্র ও আব্দুল কদ্দুছ ওয়েল ফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব ফজল আহমদ। বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী আয়না মিয়া, শিক্ষক প্রনব দাস মিটু, শিক্ষার্থী তাহসিনা ফেরদৌস সুবহা প্রমুখ। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির চেক ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here