চৌগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

0
235

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। পৃথকভাবে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি চৌগাছা বাজার প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, আওয়ামীলীগ নেতা আহসানুল হক আহসান, শাহ আলম, আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হবিবর রহমান হবি, মহিলা জেলা পরিষদ সদস্য শাইলা জেসমিন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, জয়নাল আবেদিন মুকুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাঃ নূর হোসেন ও শওকত আলী প্রমূখ। এদিকে বেলা ১২টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালিটি চৌগাছা বাজার প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালীতে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here