চৌগাছায় সোমবারের এইচএসসি পরীক্ষায় ভুলের কারনে কেন্দ্র সচিবকে অব্যহতি

0
268

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় সোমবারের এইচএসসি পরীক্ষায় মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে ’ক’ সেটের পরিবর্তে ভুলবশতঃ ’খ’ সেটে পরীক্ষা নেয়ার ঘটনায় অবশেষে কেন্দ্র সচিবকে অব্যহতি দেয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহন করেন বলে জানা গেছে। ওই কেন্দ্রে নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে।
সূত্র জানায়, গত সোমবার এইচএসসি পরীক্ষায় উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রের ১১২, ১১৩ ও ২০৭ নং কক্ষে ফিন্যান্স ও ব্যাংকিং, পৌরনীতি ও জীববিজ্ঞান ২য় পত্রের পরীক্ষায় ক’ সেটের পরিবর্তে খ’ সেটে পরীক্ষা নেয়া হয়। এ ঘটনা কেন্দ্র হতে তাৎক্ষনিক ভাবে যশোর শিক্ষা বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে চরম দায়িত্ব অবহেলার কারনে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন কেন্দ্র সচিব ড. এম মোস্তানিছুর রহমানকে দায়িত্ব হতে অব্যহতি দেন। পাশাপাশি আগামী দিনের পরীক্ষা গুলো সুষ্ঠু ও সুন্দর ভাবে নেয়ার স্বার্থে সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন জানান, সোমবারের ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যহতি দেয়ার পাশাপাশি সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ হতে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, সেদিনে অংশ নেয়া পরীক্ষার্থীদের এই ভুলের কারনে কোন সমস্যা হবেনা বলে তিনি জানিয়েছেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here