চৌগাছার সবার প্রিয় শিক্ষক লিয়াকত আলী আর নেই

0
246

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছার সবার প্রিয় শিক্ষক লিয়াকত আলী আর নেই। শনিবার বিকালে তিনি নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি চৌগাছা ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে চাকুরী জীবন শেষ করেছেন। তার মৃত্যু খবরে চৌগাছার সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য মরহুমের বাড়িত ছুটে যান। জানা গেছে, চৌগাছা সরকারী কলেজের সবার প্রিয় শিক্ষক শনিবার বিকাল ২ টার দিকে পৌরসার বাকপাড়া মহল্লার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে চৌগাছার সর্বস্তরের মানুষ প্রিয় শিক্ষককে একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় করেন। এদিন বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা চৌগাছা কামিল মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় চৌগাছার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুম লিয়াকত আলীর মরদেহ তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগরে নিয়ে যাওয়া হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here