গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি’র অসুস্থ ৮ শিক্ষার্থীকে সাড়ে ছয় লাখ টাকা অনুদান প্রদান করলেন ভিসি

0
226

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: খোন্দকার নাসির উদ্দিন তার অফিস কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অসুস্থ ৮ শিক্ষার্থীর হাতে ছয় লক্ষ বায়ান্ন হাজার ছয়শত টাকা এ অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো: রিপনকে দুই লক্ষ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলামকে এক লাখ নব্বই হাজার, রসায়ন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলামকে এক লক্ষ, মনোবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তুজান তানভীর পঞ্চাশ হাজার, সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো: সাইফুল ইসলামকে চল্লিশ হাজার, কৃষি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদকে ত্রিশ হাজার, আইন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো: আ: রহিম বাদশাকে বারো হাজার ও এসিসিই বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান দশ হাজার ছয়শত টাকা। এছাড়া কর্মচারী পলি খানমকে বিশ হাজার টাকার চেক প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ ছাত্তার, এলভিএম বিভাগের প্রফেসর ড. গোলাম শাহী আলম, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: নূরউদ্দিন আহমেদ, ইটিই বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: শাহজাহান, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এস এম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here