গার্মেন্টে শ্রমিক হত্যা, রামপুরায় বিক্ষোভ

0
687

খবর৭১ঃ রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় এক গার্মেন্ট কারখানায় এক শ্রমিককে পোশাক চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এর প্রতিবাদে ইজি ফ্যাশনস নামের ওই কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার বিকালে রামপুরার সড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ দেখায়।

নিহত দেলোয়ার ওই পোশাক কারখানার কাটিং সহকারী ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার কারখানা ছুটি হলেও দেলোয়ার সেখানে লুকিয়ে ছিলেন। মাঝরাতে তিনি ছয়তলা থেকে কিছু গেঞ্জি জানালা দিয়ে বাইরে ফেললে বাইরে থেকে তা দেখে নিরাপত্তাকর্মীদের খবর দেওয়া হয়। পরে দেলোয়ারকে খুঁজে বের করে বেদম পিটুনি দেওয়া হয়। রাতে তাকে কারখানার ভেতরেই আটকে রাখা হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here