একাধিক প্রার্থী থাকা ১৭ আসনে নৌকার চূড়ান্ত টিকিট পেলেন যারা

0
352

খবর৭১ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেছে আওয়ামী লীগ। যে ১৭টি আসনে একাধিক প্রার্থীকে দলের মনোনয়ন ফরম দেয়া হয়েছিল, সেগুলোকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ওইসব আসনে একজন করে প্রার্থী থেকে বাকিদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড।

আজ শুক্রবার ধানমণ্ডিতে দলের সভানেত্রীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৭টি আসনে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা তুলে ধরা হয়।

এ সময় মহাজোটের শরিকদের মধ্যে আসন বণ্টনের বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সব মিলিয়ে মহাজোটের শরিকদের ৫৫-৬০টি আসন ছাড়ছে আওয়ামী লীগ। এর বাইরে কোনো আসনে চাইলে জোটের শরিকরা নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে পারে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বাধা থাকবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ যে ১৭টি আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছিল, ওই ১৭ আসনে একক প্রার্থী দেয়া হয়েছে। যারা মনোনয়ন পাননি তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

১৭ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা-

১. সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১

২. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬

৩. মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর-১

৪. শফিকুর রহমান চাঁদপুর-৪

৫. আ স ম ফিরোজ পটুয়াখালী-২

৬. একেএম শাহজাহান লক্ষ্মীপুর-৩

৭. নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল

৮. নড়াইল-১ বিএম কবিরুল হক

৯. বরগুনা-১ আসনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

১০. জামালপুর-১ আবুল কালাম আজাদ

১১. নাটোর-১ শহিদুল ইসলাম বকুল

১২. জামালপুর-৫ মো. মোজাফ্ফর হোসেন

১৩. ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা

১৪. ঢাকা-৭ হাজী সেলিম

১৫. ঢাকা-১৭ আকবর হোসেন পাঠান (ফারুক)

১৬. চাঁদপুর-২ নুরুল আমিন

১৭. টাঙ্গাইল-২ ছোট মনির।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, জাসদের শিরিন আখতার, যুক্তফ্রন্টের মেজর (অব.)মান্নান প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here