অগণতান্ত্রীক পথে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ দেয়া হবে না—কলিম উদ্দিন আহমদ মিলন

0
291

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সরকার ৫ জানুয়ারীর মতো আরেকটি ভোটারবিহীন একক নির্বাচনের পথ ধরে হাঁটছে। এ লক্ষ্যে সরকার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে মাঠ ছাড়া করার চেষ্টা করেছে। তিনি বলেন অগণতান্ত্রীক পথে ক্ষমতায় যাওয়ার আর কোন সুযোগ দেয়া হবে না। দেশবাসী গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে জোট বেঁধেছে। তিনি খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিএনপির ৭ দফা দাবী সরকারকে মেনে নেয়ার আহবান জানান। গতকাল শনিবার বিকেলে দোয়ারা বাজার উপজেলার বিয়ানী বাজার, মজুর বাজার, মঙ্গলপুর বাজার ও পান্ডারগাঁও বাজারে খালেদা জিয়ার মুক্তিসহ ৭দফা দাবীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহদাত আলী মেম্বারের সভাপতিত্বে ও বিএনপি নেতা এড. সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যান শামছুল হক নমু, ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহমান, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, হারুনুর রশীদ, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, হাজী আব্দুল বারী, বিএনপি নেতা জাহিদ আহমদ, আব্দুল মছব্বির, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান শামছু, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, প্রবাসী বিএনপি নেতা এমদাদুল হক তালেব, গয়াছ আহমদ। বক্তব্য রাখেন, বিএনপি নেতা মুক্তার আলী মেম্বার, আফতাব উদ্দিন মেম্বার, এখলাছুর রহমান তালুকদার, আব্দুল মতিন, মনির উদ্দিন, ফারুক আহমদ, সামছুর রহমান বাবুল, মাধব রায়, ইসমাইল হোসেন, মকবুল হোসেন, যুবদল নেতা আব্দুল কাইয়ুৃম, রোয়াব আলী, জামাল উদ্দিন, মনির উদ্দিন, ডাঃ আরবের রহমান খোকন, খায়ের উদ্দিন, কৃষ্ণমোহন রায়, আবুল কালাম,আব্দুস সোবহান, শিবলী আহমদ, আরশ আলী, আব্দুল গফুর খান, মাহবুবুর রহমান, রফিকুর রহমান, ফখরুল ইসলাম, আব্দুল কাদির, সোহেল আহমদ, দেলোয়ার হোসেন, মিলন মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা বাকী বিল্লাহ, হাবিবুর রহমান, রিগেন মিয়া, বিপন খান, ছাত্রদল নেতা ইজাজুল হক রনি, শিহাব উদ্দিন, নুরুল ইসলাম, এনাম আহমদ, শরীফ নেওয়াজ, কামাল আহমদ, পাবেল মিয়া, রিপন আহমদ প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শিব্বির আহমদ। সভায় শ্রীপুর গ্রামের আহমদ আলী, কৃষ্ণনগর গ্রামের ফরিদ আহমদ, জলসী গ্রামের অব্দুল কাহার আনুষ্ঠনিকভাবে বিএনপিতে যোগদান করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here