কোটা বাতিল আ’ লীগের জন্য ইতিবাচক : হানিফ

0
229

খবর ৭১:কোটা পদ্ধতি বাতিল করা আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য কোনো ঝুঁকির কারণ হবে না মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

এর কারণ হিসেবে তিনি তুলে ধরেন ছাত্রসমাজ এই কোটা পদ্ধতির বিরুদ্ধে ছিল এবং তাদের সমর্থন সরকারের পক্ষে থাকবে।

শনিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে পহেলা বৈশাখ উপলক্ষে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। তাই এখনো লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো ব্যতয় ঘটেনি।’

বিএনপির সমালোচনা করে হানিফ আরও বলেন, ‘একটি দলের শীর্ষ নেতা যদি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে থাকেন তবে সেই দলের আর অস্তিত্ব থাকে না। জনগণের সঙ্গে কথা বলার কোনো নৈতিক অধিকার থাকে না। বিএনপি এরই মধ্যে সেই নৈতিক অধিকার হারিয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here