লোহাগড়ার আমাদা গ্রামে ২০টি বাড়িঘর ভাংচুর

0
305

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:
প্রতিপক্ষের হামলায় নড়াইলের আমাদা ও কামালপ্রতাপ গ্রামে ২০টি বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলী আহম্মেদ খানের সমর্থকদের ২০টি বাড়িঘর এবং আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাংচৃুর করা হয়।
ক্ষতিগ্রস্থরা জানান, মঙ্গলবার সকালে লোহাগড়ার আমাদা গ্রামের আবুল কাশেম খানের সমর্থকেরা রামদা, ঢাল-সড়কিসহ ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ আলী আহম্মেদ খানের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ক্ষতিগ্রস্থরা হলেন-আমাদা গ্রামের ফেদু মল্লিক, আলা মল্লিক, বীরু মল্লিক, বিষু মল্লিক, আব্দুল হামিদ মল্লিক ও কামালপ্রতাপ গ্রামের নাজমুল মল্লিক, শরিফুল মল্লিক, মাজহারুল ইসলাম, রশিদ মল্লিক, ইদ্রিস মল্লিক, মন্টুু মল্লিক, তারিকুল মল্লিক, মুস্তাক মল্লিকসহ ২০টি পরিবার।
লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আমাদা বাজারে পুলিশ মোতায়েন থাকলেও ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যায়।এখন পরিস্থিতি শান্ত।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here