গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

0
281

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে একযোগে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা
করে মসজিদে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চলচিত্র প্রদর্শন ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায় তনে আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। জেলা প্রশাসক- গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার- আবদুল মান্নান মিয়া, পৌর মেয়র- অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- আবু বকর সিদ্দিক প্রমূখ। এছাড়া, সারাদেশের ন্যায় সমবেত কন্ঠে গাওয়া হয় ‘জাতীয় সংগীত’। পরে বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here