ছাতকে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় উপজেলা চেয়ারম্যান বকুল চৌধুরীর এসি প্রদান

0
230

ছাতক প্রতিনিধিঃ
ছাতক শহরের মধ্যবাজারস্থ গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় এয়ারকুলার(এসি) প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। আখড়া ও এর আশপাশের এলাকার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষনা দেন উপজেলা চেয়ারম্যান। গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত বত্রিশ প্রহর তারকব্রহ্ম হরিনাম কীর্ত্তন পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল আখড়ায় এয়ারকুলার ও আখড়া অঙ্গন সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষ করেন। এসময় আগত পূণ্যার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাতক তথা বৃহত্তর সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবাজ্জল ইতিহাস রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসের পথ ধরেই আমাদের ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে যেতি হবে। এসময় উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী, ছাতকের কৃতিসন্তান হিমাংশু গোস্বামী, ছাতক উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পীযুষ ভট্টাচার্য, পৌর কমিটির সভাপতি মহন্ত রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারণ সম্পাদক বাবুল পাল, আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্ত্তী, সহ সভাপতি মৃদুল কান্তি দাস মিন্টু, সাধারন সম্পাদক নিতাই রায়, সহ সম্পাদক চম্পু দত্ত, স্বপন তরফদার, মহিলা সম্পাদিকা শিখা দে, প্রচার ও দপ্তর সম্পাদক সৌরভ রঞ্জন দাস সদস্য রাজু দাসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here