মাছ ধরার অপরাধে বোরহানউদ্দিনে ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

0
273

মিজানুর রহমান
ভোলা প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য মেঘনা নদীর অভয়াশ্রমে ইলিশ মাছ ধরার ও বিক্রি করার অপরাধে শুক্রবার রাতে ৫ জেলেকে আটক করে মোবাইল কোট। পরে ওই রাতেই উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আঃ কুদদূস মোবাইল কোর্টে জেলেদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন জেল হাজতে পাঠায়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু সালেহীন জানান, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আঃ কুদদূসের নেতৃত্বে শুক্রবার রাতে মেঘনা ও তেতুলিয়া নদীতে পৃথক ৩টি টিমে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে মাছ ধরা ও জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে ৫ জেলেকে আটক ও ২৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে শুক্রবার রাতে উপজেলা নির্বাহি অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে দুলাল (৩৫) কে ৩ মাস, সবুজ (২৫) ও সুতার (৪০) কে ২৮ দিন এবং লিটন (২০) ও মিরাজ (২১) কে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করে ভোলা জেল হাজতে প্রেরণ করেন। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

খবর ৭১/ ই:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here