তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

0
39

 

বৈশাখের প্রথম ভাগে দেশের সব বিভাগে বৃষ্টির পর আবারও বেড়েছে তাপমাত্রা। থার্মোমিটারের পারদ ছাড়িয়েছে ৩৯ ডিগ্রি। বুধবার (২৩ এপ্রিল) তাপপ্রবাহ বয়ে গেছে ২৪ জেলায়। যা আরও বিস্তার লাভ করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এপ্রিল মাসের শেষের দিকে বাড়তে পারে বৃষ্টিপাত।

বুধবার সন্ধ্যায় পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। যশোরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

থার্মোমিটারের পারদ যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

বৃহস্পতি ও শুক্রবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা  বলেন, আগামী দুইদিন আবহাওয়া এমনই থাকবে। সিলেট ছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করবে। চলতি মাসের শেষ দিকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

বুধবার দেশে সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এ ছাড়া নীলফামারীর ডিমলায় ১৫ মিলিমিটার ও কুড়িগ্রামের রাজারহাটে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন দেশের অন্য কোথাও বৃষ্টি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here