নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস

0
27

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুর থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন তারা।

বেলা ৪টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু হয়। হাজরো ছাত্রদল নেতাকর্মী পায়ে হেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করেন।

রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিয়েছেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শুক্রবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here