ভারত শত্রু হলে বিএনপির সালাহউদ্দিন এত দিন নিরাপদ কীভাবে: ওবায়দুল কাদের

0
15

ভারত যদি শত্রুরাষ্ট্র হয়, সেখানে সালাহউদ্দিন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) কীভাবে এত দিন নিরাপদে আছেন, সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আনোয়ারুল আজীমের ভারতে খুন হওয়ার ঘটনায় ‘বন্ধুরাষ্ট্রে গিয়েও নিরাপত্তা নাই’ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সাংস্কৃতিক বৈচিত্র্যসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়’ শীর্ষক সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার বিকালে দলটির সাংস্কৃতিক উপকমিটি এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘কলকাতার নিউ টাউনে আমাদের একজন এমপি হত্যার শিকার হয়েছেন। গত দুই তিন-দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তার পরিবারসহ কেউ জানে না। চিকিৎসার জন্য তিনি ভারতে গেছেন।’

তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য যান, তিনি কিন্তু ভারত সরকারকে জানিয়ে যান না। সেখানকার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি তখনই দেখা হয়।’

সংসদ সদস্য আনোয়ারুল আজীমের ভারতে খুন হওয়ার ঘটনায় ‘বন্ধুরাষ্ট্রে গিয়েও নিরাপত্তা নাই’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বলেছেন বন্ধুরাষ্ট্রে গিয়েও নিরাপত্তা নাই। আপনাদের যদি শত্রুরাষ্ট্র হয়, সেখানে সালাহউদ্দিন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) এত দিন নিরাপদে কেমন করে আছেন? তাকে তো কেউ হত্যা করেনি। তার জীবনে তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, জীবনের কোনো হানি ঘটেনি, এই ধরনের অপবাদ কেন দিচ্ছে বন্ধুরাষ্ট্রকে?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাকে (আনোয়ারুল আজীম) যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে (হত্যাকাণ্ড ঘটেছে), সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে। ওখানে যারা হত্যা করেছে, পাঁচ-ছয়জনের মতো, এর মধ্যে পাঁচজনই বাংলাদেশের।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here