মাংসসহ ২৯ পণ্যের দাম নির্ধারণ করল সরকার

0
27

পাইকারি ও খুচরা পর্যায়ে ২৯টি কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

শুক্রবার (১৫ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রকাশিত তালিকায় খুচরা মূল্য হিসেবে কেজিতে ছোলা ৯৮, দেশি পেঁয়াজ ৬৫, ব্রয়লার মুরগি ১৭৫, গরুর মাংস ৬৬৫, ছাগলের মাংস ১ হাজার ৩ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এছাড়া খুচরা পর্যায়ে কেজিতে কাতল মাছ ৩৫৩ টাকা, পাংগাস মাছ ১৮০ টাকা, ডিম ১০ টাকা ৪৯ পয়সা, দেশি রসুন ১২০ টাকা, কাচামরিচ ৬০ টাকা, আদা ১৮০ টাকা, আলু ২৮ টাকা, জাহিদী খেজুর ১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি মুগডাল ১৬৫ টাকা, মাসকালাই ১৬৬.৫, মসুর ডাল (উন্নত) ১৩০.৫, মসুর ডাল (মোটা) ১০৫.৫, খেসারির ডাল ৯২.৬১, শুকনো মরিচ ৩২৭, বাধাকপি ২৮, ফুলকপি ২৯, বেগুন ৪৯.৭৫, শিম ৪৮, টমেটো ৪০, মিষ্টিকুমড়া ২৩, চিড়া ৬০, সাগর কলা (হালি) ২৯.৭৮, বেসন ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here