গরম থাকবে আরো কয়েক দিন

0
85

খবর ৭১: বেশ কিছুদিন ধরেই দেশের তাপমাত্রা উপরের দিকে ওঠছে। প্রায় সারা দেশেই বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরো কয়েক দিন এমন অবস্থা থাকতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদফকরের বরাত দিয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রাহমান বলেন, ‘বাতাসের জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অনুভূতি বৃদ্ধি পেতে পারে।’
বৃহস্পতিবার সকালে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮২ শতাংশ। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলা এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’
তিনি আরো বলেন, ‘মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করলে গরম কমতে শুরু করবে। নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আগামী এক সপ্তাহের আগেই বর্ষার বৃষ্টি শুরু হবে।’
আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি মাসের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। তাদের ধারণা, এ মাসেও বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি ও মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া, বঙ্গোপসাগরে একটি বা দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
এদিন পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
সূত্র : ডয়চে ভেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here